• A
  • A
  • A
নতুন দুটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

নতুন দুটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি WabetaInfo-র তরফে একটি পোস্টে এই খবর জানানো হয়। যদিও সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।

ফোটো সৌজন্যে Pixabay


WabetaInfo একটি পোস্টে জানায়, হোয়াটসঅ্যাপ তাদের নতুন ভার্সানে UI টি নতুনভাবে আসবে। পাশাপাশি টাচ আইডি ও ফেস আইডি আনছে সংস্থা।


কী হবে এর ফলে?

টাচ আইডিটি ব্যবহারকারীরা তাদের সেটিংস থেকে চালু করতে পারবেন। এরফলে হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় একটা অতিরিক্ত স্তর যোগ হবে। ফলে প্রতিবার হোয়াটসঅ্যাপ খোলার সময় ব্যবহারকারীদের তাদের টাচ আইডি দিতে হবে। যদি বেশ কয়েকবার ভুল করা হয় তাহলে ফোনের পাসওয়ার্ড দিতে হবে।

ফেস আইডি সব ফোনে সাপোর্ট করবে না। যেই ফোনগুলিতে ফেস আইডি সাপোর্ট করে সেগুলিতেই এই ফিচারটা সাপোর্ট করবে।

তবে সবকিছুই ডেভেলপিং স্তরে আছে। কবে ব্যবহারকারীদের জন্য আসবে তা এখনও জানানো হয়নি। মনে করা হচ্ছে আগামীবছর এই আপডেট আসতে পারে।

CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  হোম

  রাজ্য

  দেশ

  বিদেশ

  ক্রাইম

  খেলা

  বিনোদন-E

  ইন্দ্রধনু

  অনন্যা

  গ্যালারি

  ভ্রমণ

  ଓଡିଆ ନ୍ୟୁଜ

  আয়না ২০১৮

  MAJOR CITIES