• A
  • A
  • A
ICDS কেন্দ্রের খাবারে টিকটিকি, অসুস্থ ২৫

নারায়ণগড়, ২ জানুয়ারি : ICDS কেন্দ্রে তৈরি খিচুড়িতে পাওয়া গেল টিকটিকি। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রসূতি ও শিশু সহ ২৫ জন। ঘটনাটি নারায়ণগড় ব্লকের বাখরাবাদ ১৩ নম্বর অঞ্চলের মান্দার গ্রামের।

Loading the player...

প্রতিদিনের মতো গতকালও খাবার দেওয়া হয় শিশু এবং প্রসূতিদের। অনেকেই খাবার নিয়ে বাড়ি চলে যান। অনেকে আবার ওখানেই বসে খান। খিচুড়ি পরিবেশনের শেষ পর্বে এলে রঞ্জিত বর্মন নামের এক অভিভাবক জানান, তিনি খিচুড়ির মধ্যে টিকটিকি দেখতে পেয়েছেন। যার জেরে আতঙ্ক দেখা দেয়। ঘটনাটি জানাজানি হতেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারপর তড়িঘড়ি সতর্ক করার জন্য মাইকিং-এর ব্যবস্থা করে ICDS কর্তৃপক্ষ। ঘোষণা করা হয়, ICDS কেন্দ্র থেকে দেওয়া খিচুড়ি যেন কেউ না খায়। তবে এর আগেই খিচুড়ি খেয়ে ফেলেছেন অনেকেই। ফলে একে একে অসুস্থ হওয়ার ঘটনা আসতে থাকে। তারপরই তাড়াতাড়ি অসুস্থ শিশু এবং মহিলাদের গাড়ি করে বেলদা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।


অভিভাবকদের অভিযোগ, খিচুড়িতে টিকটিকি পড়ে যাওয়ার পর তা পরিবেশন করা হয়। অবশ্য এক আশাকর্মী জানান, ভুলবশত সেই খিচুড়ি পরিবেশন করা হয়েছে। তারপর গ্রামে মাইকিং করে খিচুড়ি না খাওয়ার জন্য সতর্কও করা হয়। অসুস্থদের হাসপাতালে দেখতে আসেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক সিনহা মহাপাত্র। তিনি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসারের সঙ্গে কথা বলে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  হোম

  রাজ্য

  দেশ

  বিদেশ

  ক্রাইম

  খেলা

  বিনোদন-E

  ইন্দ্রধনু

  অনন্যা

  গ্যালারি

  ভ্রমণ

  ଓଡିଆ ନ୍ୟୁଜ

  আয়না ২০১৮

  MAJOR CITIES